শেখ হাসিনার নামে আরো ৬ মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকায় আরো চারটি হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার ঢাকার চার আদালতে এসব মামলা করেন নিহতদের স্বজনরা।

এ ছাড়া রাজশাহীর বাঘা ও ময়মনসিংহের গৌরীপুরে আরো দুটি মামলা হয়েছে শেখ হাসিনার নামে।

নতুন ছয় মামলাসহ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা এখন ৭১।

এগুলোর মধ্যে হত্যার ৬১টি, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সাতটি, অপহরণের দুটি এবং বিএনপির মিছিলে হামলার একটি মামলা রয়েছে।

অন্যদিকে দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে বিভিন্ন অভিযোগে এখনো মামলা দায়ের চলছে। কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান :

ঢাকা : গত ৩ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে দুলাল ওরফে সেলিম নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা হয়। নিহত সেলিমের ভাই মোস্তফা কামাল বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের আদালতে এই মামলা করেন।

গত ১৯ জুলাই মোহাম্মদপুরের বসিলায় বুড়িগঙ্গা ফিলিং স্টেশনের মেশিন অপারেটর মনসুর মিয়া নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়। নিহত মনসুরের ভাই আইনাল হক বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাহেশ চৌধুরীর আদালতে এই মামলা করেন।

এ ছাড়া গত ৫ আগস্ট নারায়ণগঞ্জের ডেমরা এলাকার সানারপাড়ে মিরাজ হোসেন নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৯২ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত মিরাজের ভাই খোরশেদ আলম। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে তিনি এই মামলা করেন।

গত ১৯ জুলাই মিরপুর ১০ নম্বরে নাহিদুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চতুর্থ মামলাটি করেন নিহত নাহিদের ভাই সবুজ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এই মামলা করা হয়।

বাঘা (রাজশাহী) : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করে রাজশাহীর বাঘা থানায় মামলা হয়েছে।

সোমবার রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার বাদী হয়ে এই মামলা করেন। এতে অভিযোগ করা হয়, শেখ হাসিনার হুকুমে শাহরিয়ার আলমের সমর্থক আওয়ামী লীগের নেতাকর্মীরা ২০২৩ সালের ২১ মে বাঘা নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে বাদীকে দেশি অস্ত্র ঠেকিয়ে চোখমুখ বেঁধে হত্যার উদ্দেশ্যে তুলে নিয়ে যান।

পরে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর ও পায়ে রিভলভার ঠেকিয়ে গুলি করেন। এক সপ্তাহ ধরে এভাবে নির্যাতনের পর মামলা দিয়ে তাঁকে কোর্টে চালান দেওয়া হয়।

গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুরে ছাত্র আন্দোলনের সময় তিন যুবক নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ৬৪ জনের নামে মামলার আবেদন করা হয়েছে। এই মামলায় আরো ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গতকাল গৌরীপুর থানায় আসা এক আদেশে বলা হয়েছে, এসংক্রান্ত ঘটনায় আগে কোনো মামলা হয়েছে কি না তা আগামী ২৯ আগস্টের মধ্যে জানাতে হবে। এর আগে গত রবিবার ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন গৌরীপুর উপজেলার আব্দুর রহিম আকন্দ নামের এক ব্যক্তি।

রংপুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুর সিটি বাজারের সামনে হাড়িপট্টি এলাকায় গত ১৯ আগস্ট গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহত হওয়ার ঘটনায় গতকাল রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে মামলা হয়েছে।

মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক এমপি নাছিমা জামান ববি, রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেনসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। নিহত মিলনের স্ত্রী দিলরুবা আক্তার এই হত্যা মামলা করেন।

যশোর : সদর উপজেলার বিএনপিকর্মী মাসুমকে গুমের অভিযোগে সাবেক পুলিশ সুপার ও বর্তমান নৌ পুলিশে সংযুক্ত ডিআইজি আনিসুর রহমানসহ সাত পুলিশ সদস্যের নামে আদালতে মামলা হয়েছে। গতকাল দুপুরে মাসুমের মামা কুদ্দুস আলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে এই মামলা করেন।

ঝিনাইদহ : ২০১৩ সালে ঝিনাইদহে জামায়াতে ইসলামীর কর্মী ও মাদরাসা শিক্ষক আব্দুস ছালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল নিহতের শ্বশুর আবু বকর সিদ্দিক ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন।

মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে।

রাজবাড়ী : চাঁদা দাবির অভিযোগে গতকাল রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। একটি মামলা হয়েছে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য মিতুল হাকিমসহ ৫৭ জনের বিরুদ্ধে। অন্য মামলাটি হয়েছে সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাসসহ ১৭ জনকে আসামি করে।

সিরাজগঞ্জ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর, অস্ত্র ও গুলি লুট এবং ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনার ২১ দিন পর মামলা করা হয়েছে।

২৫ আগস্ট রাতে এনায়েতপুর থানার এসআই আব্দুল মালেক বাদী হয়ে স্থানীয় আওয়ামী লীগের চার নেতার নাম উল্লেখ এবং পাঁচ-ছয় হাজার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করেন। পূর্বক্ষোভের কারণে আওয়ামী লীগ নেতারা এই হামলা চালান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জ থানায় গত ৫ আগস্ট হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করার ঘটনায় অজ্ঞাতনামা প্রায় পাঁচ হাজার জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল থানার এসআই আফজাল হোসেন মামলাটি করেছেন।

টেলিগ্রাম থেকে ইনকাম করতে চাইলে আমাদের চ্যানেলে জয়েন করুন:- রায়হান আইটি অফিসিয়াল

সখীপুর (টাঙ্গাইল) : গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় ১৬৭ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয় ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ সাঈদ আজাদকেও এতে আসামি করা হয়েছে। এ ছাড়া আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরো ১৫০ জনকে।

বাঁশখালী (চট্টগ্রাম) : ২০২২ সালে এক শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে ২৭ আগস্ট আরো দুটি মামলা হয়েছে। বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরীর করা মামলায় ৭৪ জন জ্ঞাত ও তিন শতাধিক অজ্ঞাতনামা আসামি রয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
banner
banner